কেশবপুরে ভ্যানচালকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

যশোরের কেশবপুর উপজেলায় ধানখেত থেকে আজ শুক্রবার সকালে ইদ্রিস আলী (১৮) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথায় রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।

পুলিশ ও ইদ্রিস আলীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীফলা গ্রামের শাহাবুদ্দীন সরদারের ছেলে ইদ্রিস আলী (১৮) গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে তাঁর লাশ বসুন্তিয়া গ্রামের একটি ধানখেতে পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। পরে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করে। পরিবারের লোকেরা ইদ্রিস আলী বাড়ি না ফেরায় সারা রাত খোঁজাখুঁজি করেন। পরে লাশ দেখে ইদ্রিসের মা ও বাবা এটি তাঁর লাশ বলে শনাক্ত করেন।

কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) ফজলে রাব্বী জানান, ভ্যানচালক ইদ্রিসের মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তিনি জানান, থানায় হত্যা মামলা করা হবে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তাঁকে খুন করা হয়েছে, তা এখনো জানা যায়নি।