কোটালীপাড়া পৌর মেয়র কোভিডে আক্রান্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

উপসর্গ ছাড়াই গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার মেয়র কামাল হোসেন শেখ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। গতকাল সোমবার রাতে পৌর মেয়রসহ আটজনের করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর থেকে পৌর মেয়র হোম আইসোলেশনে চিকিৎসাধীন।

আজ মঙ্গলবার কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত বৈদ্য বলেন, গত রোববার পৌর মেয়রসহ কোটালীপাড়ার ১২ জনের নমুনা সংগ্রহ করে গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়। পরে গতকাল রাতে নমুনা পরীক্ষার প্রতিবেদনে জানা যায় পৌর মেয়রসহ আটজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

কোভিডে আক্রান্ত পৌর মেয়র কামাল হোসেন বলেন, ‘আমার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। আমি ভালো আছি, সুস্থ আছি। কোটালীপাড়াবাসীর জন্য কাজ করতে গিয়েই আমি করোনায় আক্রান্ত হয়েছি। আক্রান্ত হওয়ার পরও আমার মনোবল অক্ষুণ্ণ রয়েছে। দ্রুত সুস্থতার জন্য কোটালীপাড়াবাসীর কাছে আমি দোয়া চাই।’