কোটালীপাড়ায় মাদকসেবীর ছুরিকাঘাতে নিরাময়কেন্দ্রের কর্মকর্তা নিহত

হত্যা
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকসেবীর ছুরিকাঘাতে মাদক নিরাময়কেন্দ্রের এক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল নয়টার দিকে কোটালীপাড়া উপজেলার দক্ষিণ দেবগ্রামের বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন (বিওয়াইএফসি) নামের মাদক নিরাময়কেন্দ্রের আঞ্চলিক কার্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত কর্মকর্তার নাম পল গোমেজ (৪২)। তিনি ওই নিরাময়কেন্দ্রের ভারপ্রাপ্ত সেন্ট্রাল ইনচার্জ হিসেবে দায়িত্বরত ছিলেন। পল ঢাকার সাভারের আনন্দপুর এলাকার রাসেল গোমেজের ছেলে। ওই নিরাময়কেন্দ্রে চিকিৎসাধীন কিংকর বাড়ৈ (৩২) নামের এক রোগীর বিরুদ্ধে এ হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিওয়াইএফসি নিরাময়কেন্দ্রের সহকারী ইনচার্জ বাবলু বল্লভ বলেন, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সকালের খাবারের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কৌশলে রান্নাঘরে থাকা সবজি কাটার ছুরি এনে ভারপ্রাপ্ত ইনচার্জ পল গোমেজকে উপর্যুপরি চুরিকাঘাত করেন কিংকর বাড়ৈ। মারাত্মক আহত পলকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিরাময়কেন্দ্র ও পুলিশ সূত্রে জানা গেছে, চার-পাঁচ দিন আগে কিংকরকে সিগারেট খেতে দেখেন পল গোমেজ। ওই সময় তাঁকে সিগারেট খেতে নিষেধ করেন পল। এ নিয়ে দুজনের কথা–কাটাকাটি হয়। সেই ক্ষোভ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ও ওই নিরাময়কেন্দ্রের কর্মকর্তারা ধারণা করছেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত কিংকরকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।