কোভিডের উপসর্গ নিয়ে সাতক্ষীরায় সাইকেলমিস্ত্রির মৃত্যু

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির আধা ঘণ্টার মধ্যে কোভিডের উপসর্গ নিয়ে মারা গেলেন একজন সাইকেল মিস্ত্রি (৫২)। আজ মঙ্গলবার সকাল পৌনে নয়টায় তিনি মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে মারা যান। মৃত ব্যক্তি সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম জানান, আজ সকাল সোয়া আটটার দিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন ওই সাইকেলমিস্ত্রি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে নয়টার দিকে তিনি মারা যান। মারা যাওয়ার পর তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে তাঁর লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তাঁর বাড়ি লকডাউন (অবরুদ্ধ) করা হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, কোভিডের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন অন্তত ৫৫ জন। পরে নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা পজিটিভ এসেছে।