কোম্পানীগঞ্জে আবার সংঘর্ষ, বাস ভাঙচুর

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের অনুসারীদের মধ্যে সংঘর্ষ এবং বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুর ও সন্ধ্যায় এসব ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

আটক হওয়া ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৫০)। তিনি কাদের মির্জার অনুসারী ও বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ির মৃত নুরনবী চৌধুরীর ছেলে। এ সংঘর্ষের ঘটনায় মিজানুর রহমানের অনুসারী উপজেলা ভাইস চেয়ারম্যান আ জ ম পাশা চৌধুরীর ভাতিজা কামরান পাশা (২৪) আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী রাসেল, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শিমুল চৌধুরীসহ ১৫-২০ জন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের অনুসারী উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আ জ ম পাশা চৌধুরীর ওপর হামলা চালায়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে মিজানুরের অনুসারী কামরান পাশা আহত হন। এ ঘটনার জের ধরে কাদের মির্জার অনুসারীরা সন্ধ্যা সাতটার দিকে মিজানুর রহমানের অনুসারী আক্রাম উদ্দিনের ড্রিম লাইন পরিবহনের পাঁচটি বাস ভাঙচুর করে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক জানান, দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে কাদের মির্জার অনুসারীরা ড্রিম লাইন পরিবহনের পাঁচটি বাস ভাঙচুর করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনার জের ধরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশের টহল বাড়ানো হয়েছে।