কোম্পানীগঞ্জে ট্রাক–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা ঘিরে স্থানীয় লোকজনের ভিড়। আজ শুক্রবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জের তেলিখাল এলাকায়
ছবি: প্রথম আলো

সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহতের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ তিনজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ছয়টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কে তেলিখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের হনুফা বেগম (৪০) ও তাঁর ছেলে এমরাজ মিয়া (৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক দিয়ে সিলেটের দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা কোম্পানীগঞ্জের দিকে আসছিল। অটোরিকশাটি তেলিখাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী বলেন, সকালে সিলেট থেকে কোম্পানীগঞ্জের দিকে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।