কোয়ারেন্টিন শেষ করেও বিয়ে করতে পারলেন না তিনি

কুয়েত প্রবাসী এক যুবক (৩৫) ৮ মার্চ দেশে পৌঁছান। পরদিন নেত্রকোনার মোহনগঞ্জে গ্রামের বাড়িতে যান। ওই দিন থেকে নিয়ম মেনে গতকাল রোববার পর্যন্ত তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন।

কোয়ারেন্টিন শেষ হতে না হতেই আজ সোমবার দুপুরে তিনি বিয়ের প্রস্ততি নিচ্ছিলেন। খবর পেয়ে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির লোকজন গিয়ে বিয়েটি বন্ধ করে দিয়ে বরসহ পুরো পরিবারকে আরও কদিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলেন।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই যুবক আজ দুপুরে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। কনের বাড়ি একই ইউনিয়নের একটি গ্রামে। পরে খবর পেয়ে বেলা একটার দিকে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ খানসহ উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির লোকজন বর ও কনে দুজনের বাড়িতে গিয়ে হাজির হন। উভয় পরিবারকে বুঝিয়ে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়।

এ ব্যাপারে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, 'বিদেশ ফেরত ওই যুবক আজ দুপুরে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। পরে প্রশাসন বিয়েটি বন্ধ করে দেয়। একই সঙ্গে তাঁকে ও তাঁর পরিবারের লোকজনকে আরও কয়েক দিন হোম কোয়ারেন্টিনে থাকার অনুরোধ জানানো হয়।'