‘অনলাইন ক্লাস ক্লাসরুমে ক্লাস নেওয়ার বিকল্প হতে পারে না’

অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে শিক্ষা কার্যক্রম শুরু করার দাবিতে আয়োজিত প্রতীকী ক্লাসে বক্তব্য দিচ্ছেন আনু মুহাম্মদ। বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে
ছবি: প্রথম আলো

‘আরও আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা উচিত ছিল। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়গুলো খোলার উদ্যোগ আরও আগে থেকেই নেওয়া দরকার ছিল। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পেছনে অনাগ্রহই প্রধান কারণ। অনলাইন ক্লাস কোনোভাবেই ক্লাসরুমে ক্লাস নেওয়ার বিকল্প হতে পারে না। অনলাইন সম্পূরক হিসেবে থাকতে পারে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের চলাফেরারও কোনো বিকল্প নেই। কারণ, এটিও শিক্ষার অংশ।’

অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে শিক্ষা কার্যক্রম শুরু করার দাবিতে আয়োজিত প্রতীকী ক্লাসে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ এসব কথা বলেন।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে ক্লাস নেন তিনি। নিয়মিত ক্লাসের স্বার্থে চলতি মাসেই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন আনু মুহাম্মদ।

ক্লাস চলাকালে আনু মুহাম্মদ বলেন, ‘একটি দেশের জিডিপির ৬ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ থাকার কথা থাকলেও সে তুলনায় এ দেশে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয় না। পাশাপাশি নীতিগত কারণে আমাদের দেশে পাবলিক শিক্ষাব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে শিক্ষা খাতটি ক্রমাগত বাণিজ্যিকীকরণের দিকে চলে যাচ্ছে।’

আনু মুহাম্মদ আরও বলেন, ‘দেশের প্রতিটি গ্রামে লাইব্রেরি হওয়া উচিত। অথচ আমাদের বই পড়ার জন্য এখানে ধাক্কাধাক্কি করতে হয়। বাংলাদেশে পুঁজিবাদ বাড়ছে। কিন্তু চিকিৎসাপ্রাপ্তি নিশ্চিত হচ্ছে না। মানুষের কোনো রকম চিন্তাও এখানে নেই। কারণ, তারা জানে না, রাষ্ট্রের পক্ষ থেকে তাদের কী কী পাওয়া উচিত ছিল।’
এর আগে বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে প্রতীকী ক্লাস নেন দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন, পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী।