খাগড়াছড়িতে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে কৃষক নিহত

বন্দুক
প্রতীকী ছবি

খাগড়াছড়িতে নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার সাতভাইয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম তন বিহারী চাকমা (৫৫)। তিনি সাতভাইয়াপাড়ার বাসিন্দা এবং পেশায় কৃষক।

নিহত ব্যক্তির স্ত্রী অঞ্জলি চাকমা বলেন, গতকাল রাতে তিনি ও তাঁর স্বামী তন বিহারী চাকমা বারান্দায় বসে কথা বলছিলেন। এর মধ্যে তিনি পানি আনতে বারান্দা থেকে বাড়ির ভেতরে যান। এ সময় তন বিহারী চাকমা বারান্দায় একা বসেছিলেন। কিছুক্ষণ পর অঞ্জলি চাকমা গুলির শব্দ শুনে দ্রুত বারান্দায় ছুটে এসে দেখেন তাঁর স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

অঞ্জলি চাকমা বলেন, তাঁর স্বামী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। তবে তাঁর স্বামীর কারও সঙ্গে বিরোধ আছে কি না, সেটা তিনি জানেন না।

জানতে চাইলে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশিদ বলেন, দুর্বৃত্তরা তন বিহারীকে ঘরের সামনে গুলি করে হত্যা করে পালিয়ে গেছে। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তির শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।