খাগড়াছড়িতে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও মালবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বিজিবির ২ সদস্যসহ ১২ জন আহত হয়েছেন।

উপজেলার হাফছড়ি জোরখাম্বা এলাকায় শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৪০)। তিনি কাভার্ড ভ্যানের চালক ছিলেন। সাইফুল বাগেরহাটের মোরেলগঞ্জ থানার পুটাখালী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

থানা-পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া শান্তি পরিবহনের একটি বাস হাফছড়ি এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত বিজিবির দুই সদস্য হলেন নায়েক মিলন শেখ (৫০) ও সহকারী নায়েক কামরুজ্জামান (৩৩)। তাঁদের বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১০ জনকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, কাভার্ড ভ্যানের চালককে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।