খাগড়াছড়িতে আগামীকাল ২৪ ঘণ্টা সড়ক অবরোধের ডাক বিএনপির

বিএনপির লোগো

খাগড়াছড়িতে বিএনপির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাড়ি ও গাড়িতে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে জেলা বিএনপি। আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা জেলায় সড়কগুলোতে অবরোধ চলবে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অবরোধ কর্মসূচি সম্পর্কে জানানো হয়েছে।

এম এন আবছার বলেন, জেলায় সড়ক অবরোধের সময় সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। তবে জরুরি সেবায় নিয়োজিত ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও সংবাদপত্রের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।

এর আগে গত রোববার সকালে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে শহরের নারকেলবাগান এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি মিছিল বের করে জেলা আওয়ামী লীগ। মিছিলটি ভাঙ্গাব্রিজ এলাকায় পৌঁছালে বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের অন্তত ১০-১৫ জন নেতা–কর্মী আহত হন। পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাড়ি ও গাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ করেন বিএনপির নেতা–কর্মীরা। এ সময় আশপাশের চারটি বাড়ির ক্ষয়ক্ষতি হয় ও একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়।

এম এন আবছার বলেন, হামলার ঘটনায় পরে বিএনপির নেতা-কর্মীরা খাগড়াছড়ি সদর থানায় মামলা করতে গেলে মামলা নেওয়া হয়নি। এসব ঘটনার প্রতিবাদে অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছে।
জানতে চাইলে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশীদ বলেন, ‘বিএনপির পক্ষ থেকে কোনো নেতা–কর্মী মামলা দিতে আসেনি। আর আগামীকাল অবরোধের বিষয়টি শুনেছি।’