খাগড়াছড়ির এক ব্যবসায়ীর গুদামে ৫৭ হাজার লিটার সয়াবিন তেল

অবৈধভাবে তেল মজুতের দায়ে খাগড়াছড়ির রামগড় পৌরসভার সোনাইপুল বাজারের ব্যবসায়ী ফজলুর করিম পাটোয়ারীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড় উপজেলায় এক ব্যবসায়ীর গুদামে মজুত অবস্থায় ৫৭ হাজার লিটার সয়াবিন তেল পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে এ অভিযান চালানো হয়। অবৈধভাবে তেল মজুতের দায়ে ওই বাজারের ব্যবসায়ী ফজলুর করিম পাটোয়ারীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তেল মজুত করায় একই বাজারের মেসার্স আলমগীর স্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত। তিনি প্রথম আলোকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে রামগড়ে সোনাইপুল বাজারের মেসার্স খাঁন ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে প্রথমে অভিযান চালানো হয়। অভিযানে সোনাইপুল বাজারের বিভিন্ন স্থানে ওই প্রতিষ্ঠানের মালিক ফজলুল করিম পাটোয়ারীর চারটি গুদামের সন্ধান পাওয়া যায়। চারটি গুদামে প্রায় ৫৭ হাজার লিটার সয়াবিন তেল মজুত ছিল।

ইখতিয়ার উদ্দীন আরও বলেন, ওই ব্যবসায়ীর কোনো ডিলার লাইসেন্স নেই। লাইসেন্স ছাড়া ডিলারশিপের ব্যবসা অবৈধ। এ ছাড়া মেসার্স আলমগীর স্টোর নামে আরেকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানেও অভিযান চালিয়ে সয়াবিন তেলের অবৈধ মজুত পাওয়া গেছে। তেলের অবৈধ মজুতের অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারায় মেসার্স খাঁন ট্রেডার্সকে ১ লাখ টাকা এবং মেসার্স আলমগীর স্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলবে।