খাদ্য মজুত ভালো হওয়ায় ওএমএস দ্বিগুণ করা হয়েছে: খাদ্যমন্ত্রী

ওএমএসের চাল বিক্রি
ফাইল ছবি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে খাদ্যসংকট হওয়ার কোনো আশঙ্কা নেই। আর খাদ্য মজুতের জন্য স্থানসংকটও হবে না। খাদ্য মজুত পরিস্থিতি ভালো হওয়ায় ইতিমধ্যে খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রি দ্বিগুণ করা হয়েছে। আজ সোমবার সকালে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, এ মৌসুমে সরকারি খাদ্যগুদামে চাল সংগ্রহ ভালো হচ্ছে। কোথাও খারাপ চাল দেওয়া হলে সেগুলো ফেরত দিয়ে ভালো মানের চাল নেওয়া হচ্ছে। চাল সংগ্রহে অনিয়ম করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, অভ্যন্তরীণভাবে সরকারি খাদ্যগুদামে সাড়ে ১১ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। ইতিমধ্যে অভ্যন্তরীণভাবে প্রায় সাত লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া খাদ্য নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করতে এরই মধ্যে ৯ লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করা হয়েছে। আরও পাঁচ লাখ মেট্রিক টন আমদানির অপেক্ষায় আছে। সেই হিসেবে আগস্ট শেষে সরকারি গুদামে মোট মজুতের পরিমাণ দাঁড়াবে ২৩ দশমিক ৬৯ মেট্রিক টন, যা এ যাবৎকালের মধ্যে রেকর্ড।

গুদাম পরিদর্শনকালে রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটওয়ারী, নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবীর, পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হামিদ রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।