খাল-বিল-পুকুর দখল করে ভবন নির্মাণ

সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে এভাবেই প্রশাসনের অনুমোদন ছাড়া যততত্র ভবণ নির্মাণ করা হচ্ছে।গত বুধবার উপজেলার বারদীতে
প্রথম আলো

প্রশাসনের অনুমতি ছাড়া ইমারত বিধিমালা লঙ্ঘন করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে অনিয়মতান্ত্রিকভাবে খাল, বিল, পুকুর ভরাট করে আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ করার অভিযোগ তুলেছেন উপজেলা প্রকৌশলী।

গত মঙ্গলবার উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এলজিইডির উপজেলা প্রকৌশলী আরজুরুল হক বলেন, সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ও ইমারত বিধিমালা ১৯৯৬ অনুসরণ না করে স্থানীয় বিভিন্ন শিল্পকারখানা কর্তৃপক্ষ এবং এলাকাবাসী খাল, বিল, পুকুর ভরাট করে আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ করছেন।

এ ছাড়া বিভিন্ন শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটাচ্ছে। এ কারণে স্থানীয় মেঘনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা ও মেনিখালী নদ–নদীর বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসন ও রাজউকের অনুমতি ছাড়া বাণিজ্যিক ও আবাসিক ভবন নির্মাণের কারণে এসব ভবন যেকোনো সময় হেলে পড়ে হতাহতের ঘটনা ঘটতে পারে।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে ইউএনও জানান, সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, উপজেলার যেকোনো স্থানে আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ করতে হলে উপজেলা প্রশাসন থেকে ইমারত নির্মাণ নকশা অনুমোদন এবং গুণগত মান নিশ্চিত করে ভবন নির্মাণ করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কেউ ভবন নির্মাণ করলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।