খালিয়াজুরিতে শিশুকে কুপিয়ে হত্যা

হত্যা
প্রতীকী ছবি

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সায়েদা আক্তার। সে একই গ্রামের দিলু মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতের খাবার শেষে শিশু সায়েদাকে নিয়ে তার মা–বাবা এক বিছানায় ঘুমিয়ে পড়েন। আজ রোববার সকাল সাতটার দিকে মা–বাবা ঘুম থেকে জেগে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) মোহাম্মদ রবিউল ইসলাম, খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শিশুটির মাথা, পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় অসংখ্য কোপের চিহ্ন আছে। আমরা বিষয়টি তদন্ত করছি। আমাদের পাশাপাশি জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি), সিআইডি ক্রাইম সিনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের লোকজন কাজ করছেন। আশার করা যাচ্ছে, হত্যার রহস্য দ্রুত উন্মোচন করা সম্ভব হবে।’

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা শিশুটিকে হত্যা করে থাকতে পারে। আমরা বিষয়টি তদন্ত করছি।’

শিশুটির বাবা দিলু মিয়ার দাবি, তাঁর সঙ্গে পাশের বাড়ির মো. ইউসুফ ও বুলে হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। প্রতিপক্ষের লোকজন এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।