খালেদা জিয়ার উপদেষ্টা কামরুল মনির আর নেই

কামরুল মনির
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কামরুল মনির ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার ভোরে রাজশাহী নগরের সাগরপাড়ায় নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

সদ্যপ্রয়াত কামরুল মনির রাজশাহী জেলা ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রাজশাহী জজকোর্টের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, কামরুল মনির দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসার জন্য তিনি বেশ কয়েক মাস ভারতেও ছিলেন। আজ ভোরে তিনি নিজ বাসায় মারা যান। তাঁর মৃত্যুতে বিএনপি একজন পরীক্ষিত অভিভাবক হারাল। এটা বিএনপির জন্য একটি বিরাট ধাক্কা। তিনি আরও বলেন, কামরুল মনির ২০১৬ সাল থেকে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ ছাড়া তিনি আইন পেশার পাশাপাশি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দৈনিক বার্তার সম্পাদক ছিলেন।

স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, কামরুল মনিরের কোনো সন্তান নেই। স্ত্রীকে নিয়ে তিনি রাজশাহী নগরের সাগরপাড়ার বাড়িতে বসবাস করতেন। তাঁর জানাজা আজ বাদ জুমা টিকাপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে টিকাপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হবে।