খুন, ধর্ষণ ও নির্যাতনের বিচার দাবিতে নানা কর্মসূচি পালন

খুন, ধর্ষণ ও নির্যাতনের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বুধবার সকালে ময়মনসিংহ নগরের টাউনহল মোড়ে
আনোয়ার হোসেন

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনাসহ সারা দেশের বিভিন্ন স্থানে অব্যাহত ধর্ষণ ও খুনের বিচার দাবিতে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার সকাল থেকে দেশের বিভাগীয় শহর ও বিভিন্ন জেলা শহরে এসব কর্মসূচি পালন করা হয়।

বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন

রংপুরে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন। আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী রংপুর প্রেসক্লাবের সামনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিনা, সামিউল ইসলাম, সাদমান প্রমুখ। এতে সংহতি জানিয়ে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগান–সংবলিত পোস্টার দেখা যায়।

এদিকে সারা দেশে অব্যাহত নারী ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রংপুর মহানগর জাতীয় যুব সংহতি আজ বেলা সাড়ে ১১টায় নগরে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুপুর ১২টার পর রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের প্রতিবাদে রংপুরে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করা হয়েছে। বুধবার রংপুর প্রেসক্লাবের সামনে
মঈনুল ইসলাম

ময়মনসিংহে সমাবেশ

ময়মনসিংহে আজ বুধবার দুপুরে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী একাধিক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে ময়মনসিংহে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা ভাইরাল হওয়ার পর সোমবার থেকে ময়মনসিংহে বিভিন্ন সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সমাবেশ করে আসছেন। আজ সকালেও ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন উদ্যানের সামনে ধর্ষণবিরোধী একটি মানববন্ধন করা হয়। এতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সমাজের নানা পেশার লোক অংশ নেন।

এদিকে সকাল ১০টা থেকে ময়মনসিংহ টাউন হল এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী অন্য একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী জড়ো হয়ে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী স্লোগান দেন।

বিকেলে ময়মনসিংহ নগরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ধর্ষণবিরোধী আরও একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা আছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী ও বাংলাদেশ মহিলা পরিষদের ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালান করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে পিরোজপুর শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে
এ কে এম ফয়সাল

পিরোজপুরে ধর্ষকদের শাস্তি দাবি

সারা দেশে নারী নির্যাতন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে গ্লোবাল ল থিংকার্স সোসাইটি পিরোজপুর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

এতে অংশ নেন সংগঠনটির জেলা কমিটির আহ্বায়ক জারাফা আলম, যুগ্ম আহ্বায়ক সাইমুন ইসলাম ও তায়েবা রাশিদ সিরাত প্রমুখ। এ সময় শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি নাসিম আলী।
বক্তারা বলেন, সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতন মারাত্মকভাবে বেড়ে গেছে। এ থেকে শিশু ও বৃদ্ধারাও রক্ষা পাচ্ছেন না। তাই ধর্ষকদের মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

নেত্রকোনায় মানববন্ধন

নেত্রকোনায় নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে শহরের ছোট বাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে স্বেচ্ছাসেবী সংগঠন মহুয়া ব্লাড ব্যাংক নেত্রকোনা পরিবারের উদ্যোগে এই মানববন্ধন করা হয়।

এতে বক্তৃতা করেন সংগঠনটির সভাপতি শেখ নাঈম আহমেদ, সহসভাপতি তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবির মৃধা, সদস্য নাজমূল হাসান, শরীফ আহমেদ প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

এদিকে কলমাকান্দায় একই দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে কলমাকান্দা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঝোটন সরকার, তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাগর সরকার, ঢাকা কলেজের মেহেদী হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশিকুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবিদ হাসান, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের আকাশ সাহা প্রমুখ।

সারা দেশে নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের প্রতিবাদে চুয়াডাঙ্গা শহরের আইনজীবী ভবনের সামনে মানববন্ধন করা হয়েছে। বুধবার, চুয়াডাঙ্গা
প্রথম আলো

চুয়াডাঙ্গায় সমাবেশ

ধর্ষককে সামাজিকভাবে বয়কট, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে এক মাসের মধ্যে রায় কার্যকর এবং ধর্ষককে জনসমক্ষে গুলি করে মারার বিধান চালু করা দাবি উঠেছে। আজ বুধবার বেলা ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী ভবনের সামনের সড়কে মানববন্ধন থেকে এই দাবি উঠে। মানববন্ধনটির আয়োজন করে মানবাধিকার সংগঠন মানবতা ফাউন্ডেশন।

ফাউন্ডেশনটির সভাপতি নওশের আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মানি খন্দকার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন, আইনজীবী নুরুল ইসলাম, এম এম শাহজাহান, ওয়াহেদুজ্জামান প্রমুখ।

বক্তারা সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান। তাঁরা দাবি করেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি তাদের পৃষ্ঠপোষকদেরও আইনের আওতায় আনতে হবে। আর কেউ যেন এ ধরনের নির্যাতনে শিকার না হয়, সেদিকে প্রশাসনকে কঠোর নজর দিতে হবে।

নারী ও শিশু ধর্ষণ এবং সহিংসতার বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর। ৭ অক্টোবর, ব্রাহ্মণবাড়িয়া
প্রথম আলো

উত্তাল ব্রাহ্মণবাড়িয়া

সারা দেশে নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জেলা শহর ব্রাহ্মণবাড়িয়া। বুধবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সচেতন ছাত্র সমাজের ব্যানারে কয়েক হাজার শিক্ষার্থী দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় প্রতিবাদী স্লোগানে মুখরিত ছিল আশপাশ এলাকা।

এসব কর্মসূচিতে সচেতন ছাত্রসমাজের পক্ষে নওশাদ জামিল ও মাহমুদা চৌধুরীর সঞ্চালনায় বক্তৃতা করেন কলেজশিক্ষক ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী উজ্জ্বল চক্রবর্তী, কলেজশিক্ষক শাহাদৎ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন, জেলা ছাত্র মৈত্রীর নেতা মুহয়ী শারদ, অভিভাবক মাইনুল হক চৌধুরী, সাধারণ ছাত্র আমিনুল জুয়েল, কাজী খালিদ মাহমুদ, আতিকুর রহমান, মেজবাহ উদ্দিন, আরিফুর রহমান, কাজী রিফাত আল জাবেদ, মুমতাহিনা রহমান, শার্মিলী আহমেদ, সামিহা তাহসীন প্রমুখ।

সমাবেশ ও মানববন্ধনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এ সময় তিনি দেশের প্রচলিত আইনে ধর্ষক ও নির্যাতনকারীদের কঠোর বিচারের দাবিতে সোচ্চার থাকবেন বলেও ঘোষণা করেন।

নারায়ণগঞ্জে লাঠি মিছিল

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং সারা দেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ ও লাঠি মিছিল করেছেন। বুধবার সকাল থেকে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা শহরের চাষাঢ়া এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ ও লাঠি মিছিল নিয়ে শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত নারায়ণগঞ্জ প্রেসক্লাব ঘুরে চাষাঢ়া গোল চত্বরে অবস্থান নেন। এ সময় তাঁরা সড়কে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন। ধর্ষকদের ফাঁসির দাবি জানান।

এদিকে সকাল থেকে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী ফারহানা মানিক। শরীরে জাতীয় পতাকা জড়িয়ে ধর্ষকদের বিচার ও শাস্তির দাবি জানিয়ে আসছেন তিনি। তাঁর সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।

কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। একের পর এক ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা ঘটলেও প্রতিকার করতে সরকার ব্যর্থ হয়েছে। এ কারণে ধর্ষকেরা উল্লসিত। সরকারের ব্যর্থতায় নারীদের নিরাপত্তা নেই। দেশের আইনের শাসন নেই। তাই নারী নির্যাতন বন্ধ, ধর্ষকদের ফাঁসির দাবিতে আন্দোলনে নামতে হয়েছে শিক্ষার্থীদের। ব্যর্থতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তাঁরা।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সুলতানা আক্তারের সভাপতিত্বে বক্তৃতা করেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, বাসদের সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি ধীমান সাহা, কবি ও লেখক অভিজিৎ রায়, মুন্নী সরদার, বেলাল হোসেন প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

দেশের বিভিন্ন স্থানে শিশু, কিশোরী, নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে বুধবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রেসক্লাবের সামনে স্পর্শ ফাউন্ডেশন নামের একটি সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

সংগঠনটির সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাইনবাবগঞ্জ হেল্প লাইনের সহসভাপতি রায়হান আলী, সদস্য শারমীন নাহার, এনি খাতুন প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা বলেন, ‘বর্তমান সময়ে দেশে শিশু, কিশোরী ও নারীদের ওপর নির্যাতন ও ধর্ষণ প্রবলভাবে বেড়ে গেছে। আজ নারী ও শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। সম্প্রতি নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণ একটি জঘন্যতম কাজ। এগুলো দেখে নিজেদের সভ্য মানুষ হিসেবে পরিচয় দিতে পারি না। এই সমাজে ধর্ষক ও নারী নির্যাতনকারীরা মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, রংপুর ও চাঁপাইনবাবগগঞ্জ; প্রতিনিধি, ময়মনসিংহ, পিরোজপুর, নেত্রকোনা, চুয়াডাঙ্গা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ)