খুবির দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ইবিতে মানববন্ধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের ডায়ানা চত্বরে
ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে মানববন্ধন করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের ডায়ানা চত্বরে ওই দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করেন তাঁরা।

মানববন্ধনে ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের বহিষ্কার খেলা বন্ধ করো’, ‘আবিষ্কার নয়, বহিষ্কারে আছি’ বলে শিক্ষার্থীরা স্লোগান দেন। তাঁরা প্রশ্নও তোলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয় কী শুধু বহিষ্কারের জন্য? কথায় কথায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কারের তীব্র প্রতিবাদও জানান তাঁরা।

করোনা পরিস্থিতির কারণে ক্যাম্পাস বন্ধ থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ নেন।

আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী শামিমুল ইসলামের সঞ্চালনায় রায়হান বাদশা, আবদুর রউফ, শ্যামলী আকতার, জি কে সাদিক, মোস্তাক আহমেদ ও হেনায়েত কবির বক্তব্য দেন। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়নের নেতারা মানববন্ধনে অংশ নেন।

বক্তারা বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলোর একটিও রাষ্ট্রের বিরুদ্ধে যায়নি। বিশ্ববিদ্যালয় যদি শিক্ষার্থীদের জায়গা হয়, তাহলে শিক্ষার্থীরা তাঁদের দাবি আদায়ের কথা বলে বহিষ্কার হবেন কেন? বিশ্ববিদ্যালয়গুলো যেন বহিষ্কারের কারখানা হয়ে গেছে। অবিলম্বে ওই দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করার দাবি জানান তাঁরা।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে গত মঙ্গলবার খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মোবারক হোসেন ও ইমামুল ইসলাম ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেন। গত বছরের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের বেতন-ফি কমানো, আবাসনসংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাঁদের বহিষ্কার করে প্রশাসন।