খুলনা বিভাগে আরও ৩৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪৯

করোনাভাইরাসের প্রতীকী ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত) করোনা সংক্রমিত ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১২৬ জনে।

একই সময়ে ৯৭০ জনের নমুনা পরীক্ষায় ২৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক শূন্য ৬৭ শতাংশ। আজ খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন মোতাবেক, করোনায় মারা যাওয়া নতুন ৩৩ জনের মধ্যে কুষ্টিয়ায় ১৫ জন; খুলনায় ৮ জন; যশোরে ৬ জন; মেহেরপুর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইলে ১ জন করে রয়েছেন। বিভাগে আগের ২৪ ঘণ্টায় করোনায় ৩০ জনের মৃত্যু এবং নতুন ৩৬১ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সে হিসাবে আগের দিনের চেয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ল্যাবে ৬৬৯ জন এবং র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ৩০১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। জিন এক্সপার্ট মেশিনে কোনো পরীক্ষা হয়নি। আগের ২৪ ঘণ্টার চেয়ে নমুনা পরীক্ষা কম হয়েছে ১২৩টি। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩৩ দশমিক শূন্য ৩ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৮৫৮ জন করোনা রোগী। বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৯৭৩ জন। সুস্থতার হার প্রায় ৭০ শতাংশ। বর্তমানে করোনা রোগী রয়েছেন ২৩ হাজার ৬৮৫ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৪৮ জন। অন্যরা বাসায় আইসোলেশনে আছেন।

নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৯৫ জন খুলনার। এ ছাড়া ঝিনাইদহে ৩ জন, কুষ্টিয়ায় ৬৭, নড়াইলে ২৪ জন, যশোরে ২৪ জন, মাগুরায় ১ জন, চুয়াডাঙ্গায় ১২ জন এবং মেহেরপুরে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে বাগেরহাট ও সাতক্ষীরায় কোনো নমুনা পরীক্ষা হয়নি। বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ৮৫ হাজার ৭৮৪ জনের।