খুলনা বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ হাজারের বেশি

খুলনা বিভাগে কোভিড-১৯ থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। আজ সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮২ জন সুস্থ হওয়ায় সুস্থ রোগীর সংখ্যা এখন ১৯ হাজার ৫৫। এ সময়ের মধ্যে নতুন করে ৫২ জন করোনায় সংক্রমিত হয়েছেন। সব মিলিয়ে বিভাগে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ২১ হাজার ৭০০। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে এ প্রতিবেদন পাওয়া গেছে।

নতুন করে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে চুয়াডাঙ্গায় ৪ জন, যশোরে ৯, ঝিনাইদহে ৮, খুলনায় ১১, কুষ্টিয়ায় ১৩, মেহেরপুরে ৪ ও নড়াইলে ৩ জন রয়েছেন। এ সময়ে বাগেরহাট, মাগুরা ও সাতক্ষীরায় কোনো রোগী শনাক্ত হননি।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা বলেন, এ বিভাগে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার প্রায় ৮৮ শতাংশ। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৭৪ শতাংশ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বিভাগে এ পর্যন্ত খুলনা জেলায় সর্বোচ্চ ৬ হাজার ৩২৯ জন রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া যশোরে ৩ হাজার ৮৬৭, কুষ্টিয়ায় ৩ হাজার ২৫৬, ঝিনাইদহে ১ হাজার ৯১৪, চুয়াডাঙ্গায় ১ হাজার ৪১৮, নড়াইলে ১ হাজার ৩২৮, সাতক্ষীরায় ১ হাজার ৯৩, বাগেরহাটে ৯৮৬, মাগুরায় ৯০৪ ও মেহেরপুরে ৬০৫ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

২৪ ঘণ্টায় বিভাগে কোনো করোনা রোগী মারা যাননি। এখন পর্যন্ত বিভাগে এ ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ৩৭৮ জন। এর মধ্যে খুলনায় ৯৬ জন, কুষ্টিয়ায় ৭১, বাগেরহাটে ২৩, চুয়াডাঙ্গা ৩২, ঝিনাইদহে ৩৩, যশোরে ৪৫, নড়াইলে ২০, সাতক্ষীরা ৩০ জন, মাগুরায় ১৩ ও মেহেরপুরে ১৫ জন রয়েছেন