খুলনা বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ১৯ হাজার ছাড়াল

খুলনা বিভাগে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের ১৬৭তম দিনে রোগীর সংখ্যা ১৯ হাজার ছাড়িয়ে গেছে। গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫২ জন শনাক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে এখন বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ১১৫ জন।


খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা আজ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, বিভাগে নতুন করে ২২০ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৮১ জন। শনাক্ত বিবেচনায় বিভাগে সুস্থ হওয়ার হার ৭৪ শতাংশের কিছু বেশি।

খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম কোভিড–১৯–এ আক্রান্ত রোগী শনাক্ত হন গত ১৯ মার্চ। ৮৫তম দিনে সংখ্যাটা হাজারে পৌঁছায়। ৩ জুলাই ১০৭তম দিনে এসে বিভাগে রোগীর সংখ্যা ৫ হাজার অতিক্রম করে। ২৩ জুলাই ১২৭তম দিনে রোগী ১০ হাজার এবং ১২ আগস্ট ১২৭তম দিনে রোগীর সংখ্যা ছাড়ায় ১৫ হাজার। আজ ১৬৭তম দিনে শনাক্তের সংখ্যা ছাড়াল ১৯ হাজার।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা জানান, বিভাগে নতুন সংক্রমিত ১৫২ জনের মধ্যে বাগেরহাটে ৮ জন, চুয়াডাঙ্গায় ৩, যশোরে ৩৩, ঝিনাইদহে ২৮, খুলনায় ৪৫, কুষ্টিয়ায় ১০, মেহেরপুরে ৪, নড়াইলে ১৩ ও সাতক্ষীরায় ৮ জন। এ সময়ে মাগুরায় কোনো রোগী শনাক্ত হয়নি।

২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে বাগেরহাট, খুলনা ও কুষ্টিয়ায় একজন করে মোট তিনজন কোভিড রোগী মারা গেছেন। বিভাগে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৩২৭। এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনায় ৮৪ জন, কুষ্টিয়ায় ৬২, বাগেরহাটে ২১, চুয়াডাঙ্গায় ২৯, যশোরে ৩৮, ঝিনাইদহে ২৬, মাগুরায় ১২, মেহেরপুরে ১১, নড়াইলে ১৬ ও সাতক্ষীরায় ২৮ জন রয়েছেন। বিভাগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৭১ শতাংশ।

স্বাস্থ্য বিভাগ জানায়, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ৫ হাজার ৬৯৩ জন কোভিড–১৯ রোগী শুধু খুলনা জেলায় শনাক্ত হয়েছেন। এ ছাড়া বাগেরহাটে ৯০৭ জন, চুয়াডাঙ্গায় ১ হাজার ২৫৭, যশোরে ৩ হাজার ৩০০, ঝিনাইদহে ১ হাজার ৬৫২, কুষ্টিয়ায় ২ হাজার ৭৫৮, মাগুরায় ৮০৩, মেহেরপুরে ৫২১, নড়াইলে ১ হাজার ১৯৭ জন ও সাতক্ষীরায় ১ হাজার ২৭ জন আক্রান্ত হয়েছেন।