খুলনা বিভাগে করোনায় আরও ৫২ জনের মৃত্যু

করোনাভাইরাসের প্রতীকী ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫২ জন মারা গেছেন। এ সময়ে ১ হাজার ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ১৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮২ জন। আজ সোমবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, খুলনা বিভাগে গতকাল রোববার করোনায় ৫১ জনের মৃত্যু এবং ১ হাজার ৩৪৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। অর্থাৎ গতকালের চেয়ে মৃত্যু বেড়েছে, তবে শনাক্তের সংখ্যা কমেছে। নমুনা পরীক্ষা কিছুটা কম হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে জানা যায়, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরের মাধ্যমে ১ হাজার ৫৮৪টি, জিন এক্সপার্টে ১০৪টি ও র‌্যাপিড অ্যান্টিজেনে ২ হাজার ৯৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আগের দিনের চেয়ে ৬৭৫টি নমুনা পরীক্ষা কম হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৩৪ শতাংশ।

বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৪০৫ জন। সুস্থতার হার প্রায় ৬৬ শতাংশ। বর্তমানে করোনা রোগী রয়েছেন ২৬ হাজার ২৩৪ জন। এর মধ্যে হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ১৫৮ জন। বাকিরা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে যশোরে সর্বোচ্চ ২১৪ জন রয়েছেন। এ ছাড়া খুলনায় ২১৩, কুষ্টিয়ায় ২০৪, বাগেরহাটে ৭০, সাতক্ষীরায় ৮৭, নড়াইলে ৩৯, মাগুরায় ৪০, চুয়াডাঙ্গায় ১০০ , ঝিনাইদহে ১৪২ ও মেহেরপুরে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮২ হাজার ৫৮৬ জনের। শনাক্ত বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এ জেলায় এখন পর্যন্ত ২১ হাজার ৪৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া যশোরে ১৭ হাজার ২১৩, কুষ্টিয়ায় ১২ হাজার ১৭০, ঝিনাইদহে ৬ হাজার ৫০৪, বাগেরহাটে ৫ হাজার ৩৮৭, চুয়াডাঙ্গায় ৫ হাজার ৪৩৫, সাতক্ষীরায় ৫ হাজার ২৩, নড়াইলে ৩ হাজার ৭৫২, মেহেরপুরে ৩ হাজার ১২০ ও মাগুরায় ২ হাজার ৫৪৪ জন আছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ১ হাজার ৯৪৭। মৃত্যুর হার ২ দশমিক ৩৬ শতাংশ। করোনায় মারা যাওয়া সর্বশেষ ৫২ জনের মধ্যে কুষ্টিয়ায় ১৪, খুলনায় ১২, যশোরে ১১, মেহেরপুরে ৫, ঝিনাইদহে ৩, বাগেরহাটে, মাগুরা ও নড়াইলে ২ জন করে এবং সাতক্ষীরায় ১ জন রয়েছেন।

বিভাগে খুলনা জেলায় করোনায় সর্বোচ্চ ৫১৮ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুষ্টিয়ায় ৪২৩ জনের। এ ছাড়া যশোরে ২৮০, ঝিনাইদহে ১৬৬, চুয়াডাঙ্গায় ১৪২, বাগেরহাটে ১১১, মেহেরপুরে ১০১, সাতক্ষীরায় ৮২, নড়াইলে ৭৭ ও মাগুরায় ৪৭ জন মারা গেছেন।