খুলনা বিভাগে করোনায় মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

করোনার নমুনা পরীক্ষা
ফাইল ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৩ জন মারা গেছেন। এর মধ্য দিয়ে বিভাগে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৯৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এতে টানা তিন দিন পর করোনা সংক্রমণের সংখ্যা হাজারের নিচে নামল। আজ বুধবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, খুলনা বিভাগে গতকাল মঙ্গলবার করোনায় ৪৩ জনের মৃত্যু এবং ১ হাজার ৩৯৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। অর্থাৎ গতকালের চেয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে।

নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ২০২ জন রয়েছেন। এ ছাড়া খুলনায় ১৭২ জন, যশোরে ১৫৭ জন, বাগেরহাটে ৩৪ জন, সাতক্ষীরায় ৪১ জন, নড়াইলে ১৬ জন, মাগুরায় ৮৩ জন, চুয়াডাঙ্গায় ৪৯ জন, ঝিনাইদহে ১৬৬ জন ও মেহেরপুরে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৯৬১ জনের। শনাক্ত বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এ জেলায় এখন পর্যন্ত ২১ হাজার ৮৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া যশোরে ১৭ হাজার ৫৩৫, কুষ্টিয়ায় ১২ হাজার ৭৯৩, ঝিনাইদহে ৬ হাজার ৭৪২, চুয়াডাঙ্গায় ৫ হাজার ৫৬৩, বাগেরহাটে ৫ হাজার ৪৮২, সাতক্ষীরায় ৫ হাজার ১৪৬, নড়াইলে ৩ হাজার ৭৯৬, মেহেরপুরে ৩ হাজার ৩২৯ ও মাগুরায় ২ হাজার ৬৯১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ২ হাজার ২৩। মৃত্যুর হার ২ দশমিক ৩৮ শতাংশ। করোনায় মারা যাওয়া সর্বশেষ ৩৩ জনের মধ্যে কুষ্টিয়ায় ৯ জন, খুলনায় ও ঝিনাইদহে ৭ জন করে, মেহেরপুরে ৪ জন, যশোরে ৩ জন, নড়াইলে ২ জন এবং বাগেরহাটে ১ জন করে রয়েছেন।

বিভাগে খুলনা জেলায় করোনায় সর্বোচ্চ ৫৩৪ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুষ্টিয়ায় ৪৪২ জনের। এ ছাড়া যশোরে ২৯১, ঝিনাইদহে ১৭৫, চুয়াডাঙ্গায় ১৪৬, বাগেরহাটে ১১৩, মেহেরপুরে ১০৯, নড়াইলে ৮৩, সাতক্ষীরায় ৮২ ও মাগুরায় ৪৮ জন মারা গেছেন।