খুলনা বিভাগে টানা তিন দিন করোনা শনাক্তের হার ৩ এর নিচে
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দুজন মারা গেছেন। একই সময়ে ১ হাজার ২৫৬ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৯৫। এই নিয়ে টানা তিন দিনে শনাক্তের হার তিনের নিচে থাকল।
আজ সোমবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিভাগে আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২ দশমিক ৭২। ওই সময়ে বিভাগে করোনায় দুজন মারা যান। আর ২৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। শেষ ২৪ ঘণ্টায় আগের সময়ের চেয়ে ১৯১টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে। এতে বিভাগে শনাক্তের সংখ্যা ও হার বেড়েছে। তবে মৃত্যুর সংখ্যা একই রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগে গত ২৪ ঘণ্টায় যশোর ও কুষ্টিয়ায় ১ জন করে মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা এখন ৩ হাজার ১৪২। মৃত্যুর হার ২ দশমিক ৮। বিভাগে নতুন করোনা শনাক্ত ব্যক্তির মধ্যে সর্বোচ্চ কুষ্টিয়ায় ১৩ জন। এ ছাড়া বাগেরহাটে ১, যশোরে ৮, ঝিনাইদহে ৪, মাগুরায় ১, খুলনায় ৪, সাতক্ষীরায় ৩, নড়াইল ১ ও মেহেরপুরে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় চুয়াডাঙ্গায় কারও করোনা শনাক্ত হয়নি।
খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত ১০ জেলায় ৫ লাখ ২৩ হাজার ৫৬৭টি নমুনা পরীক্ষায় মোট ১ লাখ ১২ হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৬ হাজার ৯৮২ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ২৮।
শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। সেখানে ২৭ হাজার ৮৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম মাগুরায়, শনাক্তের সংখ্যা ৪ হাজার ১৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আজ সোমবার বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় করোনা রোগী ২ হাজার ১৬১ জন। এর মধ্যে ১৭৬ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা বাসায় রয়েছেন।