খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৭

করোনাভাইরাস
প্রতীকী ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৭ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে বিভাগে করোনায় সংক্রমিত হয়ে ৫ জন মারা গেছেন। এ নিয়ে বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত করোনায় মোট সংক্রমিত হলেন ৩৩ হাজার ৮৫৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৩৩ জন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার আজ শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৫৬ জন সুস্থ হয়েছেন। বিভাগে করোনায় আক্রান্তের পর এখন পর্যন্ত সুস্থ হলেন মোট ৩১ হাজার ২০৩ জন। সুস্থতার হার ৯২ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাসংক্রান্ত দৈনিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, গত ৩০ দিনে বিভাগে ২ হাজার ৭৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে ৬৫ জন মারা গেছেন। এর মধ্যে ৩০ এপ্রিল থেকে ১৪ মে এই ১৫ দিনে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ১ হাজার ১৪৫ এবং মৃত মানুষের সংখ্যা ২৭। ১৫ থেকে ২৯ মে এই ১৫ দিনে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ১ হাজার ৬২২ এবং মৃত মানুষের সংখ্যা ৩৮।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় রয়েছেন ৩১ জন, এর মধ্যে খুলনা নগরের রয়েছেন ২৫ জন, সাতক্ষীরায় রয়েছেন ৩৭, মেহেরপুরে ১ জন, চুয়াডাঙ্গায় ১০ জন, ঝিনাইদহে ৩ জন এবং কুষ্টিয়ায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছেন। এ সময় বাগেরহাট, যশোর, মাগুরা ও নড়াইলে কেউ শনাক্ত হয়নি।

গত ৩০ দিনে বিভাগে ২ হাজার ৭৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে ৬৫ জন মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলাভিত্তিক হিসাবে এ পর্যন্ত সর্বোচ্চ ১০ হাজার ১১৮ করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে খুলনা জেলায়। এর মধ্যে খুলনা শহরেই শনাক্ত হয়েছে ৮ হাজার ২৩৩ জন। এ ছাড়া বাগেরহাটে শনাক্ত হয়েছে ১ হাজার ৫১৩ জন, চুয়াডাঙ্গায় ১ হাজার ৯৫৬ জন, যশোরে ৬ হাজার ৮৩০ জন, ঝিনাইদহে ২ হাজার ৮৯৮ জন, কুষ্টিয়ায় ৪ হাজার ৯০০ জন, মাগুরায় ১ হাজার ২৫৩ জন, মেহেরপুরে ৯৮৬ জন, নড়াইলে ১ হাজার ৮৬৪ জন এবং সাতক্ষীরায় মোট ১ হাজার ৫৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

বর্তমানে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন ২ হাজার ১৭ জন। এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ৬৫ জন, যার মধ্যে ৬ জন আছেন আইসিইউতে।

গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনার ২ জন এবং সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ১ জন করে রয়েছেন। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তির মধ্যে খুলনা জেলায় রয়েছেন ১৭২ জন, এর মধ্যে খুলনা শহরের রয়েছেন ১৩৬ জন, কুষ্টিয়ায় মারা গেছেন ১১০ জন, যশোরে ৭৮ জন, চুয়াডাঙ্গায় ৬০ জন, ঝিনাইদহে ৫৫ জন, সাতক্ষীরায় ৪৬ জন, বাগেরহাটে ৪১ জন, নড়াইলে ২৬ জন, মাগুরায় ২৩ জন এবং মেহেরপুরে ২২ জন মারা গেছেন। মৃত্যুর হার ১ দশমিক ৮৭ শতাংশ।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়, গত বছরের ১৯ মার্চ। গত বছরের ২৩ জুলাই এ সংখ্যা ১০ হাজার এবং ১২ আগস্ট ১৫ হাজার ছাড়ায়। চলতি বছর ১ জানুয়ারি ২৫ হাজার এবং ২৬ মে সাড়ে ৩৩ হাজার ছাড়ায়।