খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু

করোনাভাইরাসের প্রতীকী ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। গত বছরের ১৯ মার্চ বিভাগে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর এটাই এক দিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এর আগে ১৫ জুন করোনায় খুলনা বিভাগে এক দিনে ১৩ জনের মৃত্যু হয়েছিল। আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ জানায়, ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় আরটি-পিসিআরের মাধ্যমে ১ হাজার ৩০০টি, র‌্যাপিড অ্যান্টিজেনে ৭২১টি এবং জিন এক্সপার্ট পদ্ধতিতে ৫৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এই তিন পদ্ধতিতে মোট ২ হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষায় ৭৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৮১ শতাংশ। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৪২ হাজার ছাড়াল। আগের দিনের চেয়ে ৫২টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ৪০ দশমিক ৩৮ শতাংশ।


বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, করোনায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে বাগেরহাটে ১, চুয়াডাঙ্গায় ২, যশোরে ৩, ঝিনাইদহে ১, খুলনায় ৪, কুষ্টিয়ায় ৪, মাগুরায় ১ ও মেহেরপুরে ২ জন রয়েছেন। বিভাগে করোনায় মোট মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় ২০১ জন, কুষ্টিয়ায় ১৪০, যশোরে ৯৯, চুয়াডাঙ্গায় ৬৬, বাগেরহাটে ৬৩, ঝিনাইদহে ৬১, সাতক্ষীরায় ৫৫, নড়াইলে ২৮, মেহেরপুরে ৩০ ও মাগুরায় ২৪ জন রয়েছেন। বিভাগে মৃত্যুর হার ১ দশমিক ৮ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার প্রথম আলোকে বলেন, প্রতিদিন নমুনা পরীক্ষা বাড়ছে। বিশেষ করে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট। দুই দিন পর শনাক্তের হার কিছুটা কমেছে, তবে এক দিনে মৃত্যুর রেকর্ড হয়েছে। সঠিকভাবে স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।