খুলনায় পাটকলশ্রমিককে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহলে একজন পাটকলশ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই পাটকলশ্রমিকের নাম মো. রাজন (২০)। তিনি ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। রাজন চন্দনীমহল এলাকার বেসরকারি পাটকল মণ্ডল জুট মিলের শ্রমিক ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত বুধবার চন্দনীমহল এলাকার মণ্ডল জুট মিলে রাতের পালায় একসঙ্গে কাজ করছিলেন রাজন ও মো. আবদুর রহিম। এ সময় কোনো একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে পাটকলের অন্য শ্রমিকেরা থেকে রাতেই সেটি সমাধান করে দেন। রাতের দায়িত্ব পালন শেষে সকালে তাঁরা ট্রলারে করে চন্দনীমহল বেড়িবাঁধ ঘাটে নামেন। এ সময় রাতের ঘটনার জের ধরে রহিম (২০) ও তাঁর ছোট ভাই আবদুর রহমান (১৮) মিলে রাজনকে লাঠি দিয়ে পেটান। একপর্যায়ে মাথায় আঘাত লেগে মাটিতে লুটিয়ে পড়েন রাজন। পরে স্থানীয় লোকজন রাজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তিনি মারা যান।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ চৌধুরী বলেন, মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ওই ঘটনায় আজ শুক্রবারও কেউ থানায় অভিযোগ করেনি। তবে অভিযুক্ত ব্যক্তিদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।