খুলনায় বিএনপির সমাবেশকে ঘিরে ধরপাকড়ের অভিযোগ

খুলনা নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও যুবদলের ছয় কর্মীকে পুলিশ আটক করেছে বলে বিএনপি নেতারা অভিযোগ করেছেন। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল চারটা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। বিএনপি নেতাদের অভিযোগ, খুলনা বিভাগীয় মহাসমাবেশ বানচাল করতে পুলিশ পরিকল্পিতভাবে ধরপাকড় চালাচ্ছে। এর মাধ্যমে নেতা–কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা চলছে।

খুলনা মহানগর বিএনপির সহদপ্তর সম্পাদক শামসুজ্জামান বলেন, মঙ্গলবার রাত থেকে ১৮ নম্বর ওয়ার্ডের বিএনপি কর্মী মোল্লা জাকির হোসেন ও গফফার বিশ্বাস, ২৯ নম্বর ওয়ার্ডের কবির বিশ্বাস, ৩১ নম্বর ওয়ার্ডের কামরুজ্জামান, খানজাহান আলী থানা যুবদলের কর্মী শাহরিয়ার মাসুম ও শেখ জিয়াউর রহমানকে আটক করেছে পুলিশ। নগর বিএনপির ওই নেতার অভিযোগ, ২৭ ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় মহাসমাবেশ বানচাল করতে পুলিশ পরিকল্পিতভাবে ধরপাকড় চালাচ্ছে।

বিএনপি নেতাদের অভিযোগ, খুলনা বিভাগীয় মহাসমাবেশ বানচাল করতে পুলিশ পরিকল্পিতভাবে ধরপাকড় চালাচ্ছে। এর মাধ্যমে নেতা–কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা চলছে।

তবে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, কোনো আটকের খবরও জানা নেই তাঁর। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কাউকে আটক করা হচ্ছে না। নিয়মিত মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের টিম কাজ করে থাকে। যদি কেউ আটক হয়, তবে তিনি অবশ্যই নিয়মিত মামলার আসামি।