খুলনায় হাসপাতালে কোভিড রোগীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে (খুলনা ডায়বেটিক হাসপাতাল) কোভিডে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১৫ জুন রাতে তাঁকে খুলনা করোনা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ও করোনা হাসপাতালের চিকিৎসক ফয়সাল মোস্তফা বলেন, ১৫ জুন রাত ১টার দিকে মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে করোনা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কোভিডে আক্রান্তের পাশাপাশি কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

ফয়সাল বলেন, মৃত ওই ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। এ কারণে পরিবারের কেউ তাঁর লাশ নিতে আসতে পারছেন না। তবে কুষ্টিয়ার সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করে লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। তাঁরাই সেখানে লাশ দাফন করবেন।