খেলার মাঠের গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা জেলার মানচিত্র

পাবনার ঈশ্বরদী উপজেলায় খেলার মাঠের গর্তে জমে থাকা পানিতে ডুবে আলিফ হোসেন নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

আলিফ হোসেন উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। সে জয়নগর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই কয়েকজন শিশু স্কুলের মাঠে খেলা করছিল। বেলা সাড়ে ১১টার দিকে তাদের সঙ্গে আলিফ খেলায় যোগ দেয়। খেলতে খেলতে সে মাঠের একটি গর্তে জমে থাকা পানিতে ডুবে যায়। দুপুরে অনেক খোঁজাখুঁজির পর গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, বর্ষায় মাঠ থেকে মাটি তুলে স্কুলটির শ্রেণিকক্ষে দেওয়া হয়েছিল। সম্প্রতি বৃষ্টিতে গর্তটিতে পানি জমে। শিশুটি সবার অজান্তে সেই গর্তে পড়ে ডুবে মারা গেছে।