গণশৌচাগারে আসামিদের ছবি লাগিয়ে প্রতিবাদ

শেরপুরে গণশৌচাগারগুলোতে এখন দেখা যাচ্ছে একটিই পোস্টার। আর তাতে শোভা পাচ্ছে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ তরুণীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের ছবি। ধর্ষকদের প্রতি ঘৃণা জানাতে এই অভিনব প্রতিবাদের উদ্যোক্তা শেরপুর জেলা ছাত্রলীগ।

গতকাল রোববার রাতে শেরপুর জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা পৌর এলাকার বিভিন্ন গণশৌচাগারে ধর্ষকদের ছবিসংবলিত পোস্টারগুলো লাগিয়েছেন। যদিও এমসি কলেজের ধর্ষণের ঘটনায় সেখানকার ছাত্রলীগের কর্মীরাই জড়িত, তবুও ছাত্রলীগের ভেতর থেকেই এ ধরনের প্রতিবাদ শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে।

জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান আজ সোমবার প্রথম আলোকে বলেন, জাতির এই কুলাঙ্গার সন্তানদের ছবি এর চাইতে আর কোনো ভালো জায়গায় থাকতে পারে না। তাঁদের প্রতি ঘৃণা জানাতে প্রত্যেকের ছবি শহরের সব গণশৌচাগার ও ডাস্টবিনে লাগিয়ে দেওয়া হবে। একই সঙ্গে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এদিকে সম্মিলিত সামাজিক আন্দোলন শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ এক বিবৃতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের কর্মীদের অবস্থানের বিষয়টিকে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ার শামিল বলে উল্লেখ করেন। তিনি এ ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে ধর্ষণকাণ্ডে জড়িত সব আসামির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।