গতকাল থেকে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

যশোরের বেনাপোল স্থলবন্দর
ফাইল ছবি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গতকাল শনিবার সকাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ আছে। রপ্তানি সুবিধার পণ্য চালানের মধ্যে অবৈধ পণ্য পাওয়ার অভিযোগে সিঅ্যান্ডএফ এজেন্টের দুটি লাইসেন্স বাতিলের প্রতিবাদে এবং কর্মচারীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয় বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন। এতে দুই দেশের বন্দর এলাকায় শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। সমস্যার সমাধানে আজ রোববার সংশ্লিষ্ট পক্ষের আলোচনায় বসার কথা আছে।

বন্দর সূত্রে জানা যায়, গত বুধবার ভারত থেকে রপ্তানি সুবিধার আওতায় আমদানি করা ডেনিম ফেব্রিকসের ট্রাক থেকে মাদকসহ অবৈধ পণ্য উদ্ধার করেন শুল্ক কর্মকর্তারা। ডেনিম ফেব্রিকসের আমদানিকারক ঢাকার অনন্ত ডেনিম টেকনোলজি লিমিটেড ও ফ্যাশন ফোরাম লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠান। এ ঘটনায় বুধবার বেনাপোলের শিমুল ট্রেডিং এজেন্সি ও আইডিএস গ্রুপ নামের দুটি সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স সাময়িক বাতিল করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। পাশাপাশি সিঅ্যান্ডএফের কর্মচারীদের নামেও মামলা করা হয় বেনাপোল বন্দর থানায়।

বৃহস্পতিবার সকালে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট মালিক সমিতি এক যৌথ সভায় বন্দরের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। লাইন্সেস পুনর্বহাল ও মামলা প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

বেনাপোল বন্দরের উপপরিচালক আবদুল জলিল বলেন, গতকাল সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হয়নি। তবে বন্দরের ভেতরে পণ্য খালাসসহ অন্যান্য কার্যক্রম চলছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক বলেন, ‘ভারত থেকে আমদানি করা পণ্যের মধ্যে যদি কোনো অবৈধ পণ্য থেকে থাকে তার জন্য সিঅ্যান্ডএফ এজেন্ট দায়ী হবে কেন? ভারতীয় ট্রাকচালক ও সহকারীকে আসামি না করে সিঅ্যান্ডএফ কর্মচারীদের আসামি করা হয়েছে। এ কারণে কর্মচারীরা কাজ করতে অনীহা প্রকাশ করছেন। ফলে বেনাপোল দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ আছে।’ আজ আলোচনায় বসার কথা আছে বলে তিনি জানান।

জানতে চাইলে বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আবদুল রশিদ মিয়া বলেন, বুধবার মিথ্যা ঘোষণা দিয়ে বৈধ চালানের আড়ালে এক হাজার বোতল ফেনসিডিল, আমদানি নিয়ন্ত্রিত কোরিয়ান সিগারেট, বাজিসহ অবৈধ পণ্য আনা হয়। ঘটনা তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার জন্য বেনাপোল থানায় মামলা করা হয়। একই সঙ্গে সিঅ্যান্ডএফ এজেন্টের দুটি লাইসেন্স বাতিল করা হয়। এ ঘটনার প্রতিবাদে তাঁরা ধর্মঘট ডেকে প্রকৃত অপরাধ আড়াল করার চেষ্টা করছেন, যা অন্যায় ও অনৈতিক।