গতিরোধকে রিকশা উল্টে চালক নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রামের লোহাগাড়ায় বুধবার ভোরে সড়কের গতিরোধকে রিকশা উল্টে চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রিকশাটিতে পানের ভারী টুকরি ছিল। রিকশা উল্টে যাওয়ায় চালক ওই টুকরির নিচে চাপা পড়ে নিহত হন।

উপজেলার পুটিবিলার নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রিকশাচালকের নাম মোহাম্মদ জকরিয়া আলম (৩২)। তিনি বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের গুরু বইন্যাপাড়া এলাকার বাসিন্দা।

পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে জকরিয়া আলম লামার কেয়াজুপাড়া থেকে ব্যাটারিচালিত রিকশায় পানের টুকরি নিয়ে পুটিবিলা হয়ে আমিরাবাদের দিকে যাচ্ছিলেন। পুটিবিলার নতুনবাজার এলাকায় পৌঁছালে সড়কের একটি গতিরোধকে নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটি উল্টে যায়। এতে পানের ভারী টুকরির নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে রিকশাচালকের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।