গরু-ছাগলে হাট ‘হাউসফুল’

ঈদের আগে গতকালের হাটটিকেই শেষ হাট ধরে নিয়ে ক্রেতা-বিক্রেতাদের ভিড় জমে। তবে প্রত্যাশিত দাম না মেলায় বেশির ভাগ গরু অবিক্রীত থাকে।

হাটের ভেতর ছিল ক্রেতা-বিক্রেতা ও গরু-ছাগলের উপচে পড়া ভিড়। তাই হাটে প্রবেশের সময় বাইরে তৈরি হয় গরু বোঝাই যানের জট। গতকাল পাবনার সাঁথিয়ার করমজা হাটে।ছবি: প্রথম আলো

উত্তরাঞ্চলের বৃহত্তম পশুহাট পাবনার সাঁথিয়া উপজেলার করমজা হাট বসে প্রায় ১৫ বিঘা জায়গাজুড়ে। গতকাল মঙ্গলবার এই হাটে স্বাস্থ্যবিধির ন্যূনতম বালাই ছিল না। হাটের ভেতরে তিল ধারণের জায়গা না থাকায় হাটের বিস্তৃতি গিয়ে ঠেকে এর পার্শ্ববর্তী ঢাকা-পাবনা মহাসড়কে। এতে মহাসড়কের ওই স্থানে দেখা দেয় তীব্র যানজট।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরাচিথুলিয়া গ্রামের সিরাজুল ইসলাম দুপুর ১২টার দিকে দুটি ষাঁড় হাটে এনে ভেতরে ঢুকতে পারেননি। ফলে হাটের বাইরে মহাসড়ক–সংলগ্ন অংশে অন্যদের সঙ্গে গরু বিক্রির জন্য দাঁড়িয়ে যান। কিন্তু প্রচণ্ড ভিড় আর মহাসড়কের যানজটের কারণে সেখানেও ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না তিনি। সিরাজুল বলেন, ‘হাটের ভেতরে হাউসফুল, বাইরেও জায়গা নাই। এত ভিড় হবি তা ভাবি নাই।’

গতকাল সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত হাটের পাশের মহাসড়কে যানজট ছিল প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ। যানজটে আটকা পড়ার কারণে দুর্ভোগ পোহাতে হয় অসংখ্য মানুষকে। এমনকি রোগী বহনকারী অনেক যানবাহনও দীর্ঘ সময় যানজটে আটকে থাকে।

হাটে আসা ক্রেতা-বিক্রেতা ও হাট কমিটির সদস্যরা জানান, করমজা হাটটি সাপ্তাহিক হাট হিসেবে প্রতি মঙ্গলবার বসে। সে হিসাবে ঈদুল আজহার আগে গতকালের হাটটিকেই শেষ হাট ধরে নিয়ে ক্রেতা-বিক্রেতাদের ভিড় জমে। আগামী মঙ্গলবার (২০ জুলাই) হাট বসলেও পশু খুব কম উঠবে। কারণ, ওই দিনের হাটে ঢাকাসহ দেশের দূরের ব্যাপারীরা কেউই আর আসবেন না।

এদিকে গতকালের হাটে দেখা যায়, অনেকেই মাস্ক পরে হাটে এলেও প্রচণ্ড গরমের কারণে বেশির ভাগ লোকই মাস্ক খুলে রেখেছেন। হাটে থাকার সময় মাস্কবিহীন অবস্থায় তাঁরা একে অপরের গা ঘেঁষে চলাফেরা করেন। করোনার উচ্চ সংক্রমণের সময়ে বিষয়টিকে মারাত্মক ঝুঁকিপূর্ণ বলেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

হাটের ইজারাদারের প্রতিনিধি মিজানুর রহমান বলেন, গরুর হাট বিধিনিষেধের বাইরে। তাই স্বাস্থ্যবিধি মেনে তাঁরা হাট বসানোর উদ্যোগ নেন। হাটে ৮ থেকে ১০ হাজার মাস্ক বিতরণ করা হয়। ছিল স্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থা।

ফেরত যায় অর্ধেক গরু

গতকালের করমজা পশুহাটে প্রচুর গরু উঠলেও ক্রেতা না থাকায় বিক্রি হয় কম। হাট কমিটির দেওয়া তথ্যানুযায়ী, হাটে ওঠা গরুর অর্ধেকের বেশিই বিক্রেতারা ফেরত নিয়ে গেছেন। এ অবস্থায় যেসব গরু বিক্রি হয়, সেগুলোর দামও ছিল বেশ কম।

হাটে গরু বিক্রি করতে আসা সাঁথিয়ার শহীদনগর গ্রামের রউফ আলী বলেন, ‘আজকের (মঙ্গলবার) হাটেই সবচেয়ে বেশি বেচাকেনা হওয়ার কথা। কিন্তু হাটে বেচার লোক থাকলেও কেনার লোক নাই।’ রউফ বলেন, গত এক বছরে তিনি দুটি গরুর জন্য প্রায় দেড় লাখ টাকা খরচ করেন। অথচ হাটে এর আশপাশেও দাম বলেননি কেউ।

করমজা হাটের ইজারাদারের প্রতিনিধি মিজানুর রহমান বলেন, কঠোর বিধিনিষেধের কারণে দূরের ব্যাপারীরা হাটে আসতে পারেননি। ক্রেতা কম থাকায় গরুর দামও ছিল কম। হাটের এ অবস্থায় শুধু গরু পালনকারীরাই নন, ইজারাদারদেরও লোকসান হয়েছে।