গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

গণপিটুনি
প্রতীকী ছবি

গরুচোর সন্দেহে গণপিটুনিতে আল–আমিন সরদার (২৬) নামের একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল গ্যাসফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন দুটি গরু উদ্ধার করেছেন।

পুলিশ লাশ উদ্ধার করে গলাচিপা থানায় নিয়ে এসেছে। আল-আমিন চরকাজল গ্রামের অলি সরদারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে বেশ কয়েকটি গরু নিয়ে একটি ট্রলার চরকাজল গ্যাসফিল্ড এলাকায় ভেড়ে। এ সময় ওই ট্রলার থেকে দুটি গরু নিয়ে আল-আমিন তীরে নামেন। এদিকে চরকাজলের নদীতে মাছ ধরা জেলেদের সন্দেহ হলে তাঁরা ‘গরুচোর গরুচোর’ বলে চিৎকার করতে থাকেন। এলাকার লোকজন ছুটে এলে ট্রলারে থাকা লোকজন দ্রুত ট্রলার চালিয়ে পালিয়ে গেলেও আল-আমিন দুটি গরু নিয়ে জনতার হাতে ধরা পড়েন। গণপিটুনিতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার এ খবরের সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধার হওয়া গরু দুটি গতকাল রাতে গলাচিপার পানপট্টি এলাকা থেকে চুরি হয়েছিল। গরুর মালিক পানপট্টির শহিদুল ইসলাম উদ্ধার হওয়া গরু তাঁর বলে শনাক্ত করেছেন। নিহত আল–আমিনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।