গলাচিপায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

বজ্রপাত
প্রতীকী ছবি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ওপর দিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আকস্মিক কালবৈশাখী বয়ে গেছে। এ ঝড়ের সময় বজ্রপাতে এক কিশোরসহ দুজনের মৃত্যু হয়েছে।

ওই দুজন হলেন উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ছোট চৌদ্দকানি গ্রামে মনির হোসেন আকন (৩৫) ও পানপট্টি ইউনিয়নের উত্তর পানপট্টি গ্রামের মোস্তাফিজুর রহমান (১৪)।

স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১২টার দিকে আকস্মিক কালবৈশাখী শুরু হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাত হতে থাকে। এ সময় উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ছোট চৌদ্দকানি গ্রামের মনির হোসেন আকন মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান। তিনি ওই গ্রামের সোবাহান আকনের ছেলে।

আজ বেলা সাড়ে ১২টার দিকে আকস্মিক কালবৈশাখী শুরু হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাত হতে থাকে।

অপর দিকে একই সময় উপজেলার উত্তর পানপট্টি গ্রামের কিশোর মোস্তাফিজুর রহমান পাশের বাড়ি থেকে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে মারা যায়। সে গ্রামের মো. শাহজাদা তালুকদারের ছেলে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আনোয়ার বজ্রপাতে দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।