গাংনীতে বোমাসদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক

মেহেরপুরের গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের একটি ধানমাড়াইয়ের স্থানে বোমাসদৃশ বস্তু দেখে আজ শুক্রবার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে বস্তুটি উদ্ধার করে
সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের একটি ধানমাড়াইয়ের স্থানে বোমাসদৃশ বস্তু রেখে যায় দুর্বৃত্তরা। এ খবরে আজ শুক্রবার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকাল ১০টায় বোমাসদৃশ বস্তুটি স্থানীয় লোকজন দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গাংনী থানার এসআই জহির রায়হানের নেতৃত্বে পুলিশের একটি দল বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে পানিভর্তি বালতিতে চুবিয়ে রাখে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ধানমাড়াই করার খোলার ওপর একটি লাল টেপ মোড়ানো বস্তু দেখে স্থানীয় লোকজন বোমা ভেবে আতঙ্কিত হয়ে পড়ে। পরে গাংনী থানায় খবর দেওয়া হয়।

পুলিশের উপপরিদর্শক (এসআই) জহির রায়হান বলেন, বোমাসদৃশ বস্তুর খবর পেয়ে পুলিশ গিয়ে সেখান থেকে একটি লাল টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু উদ্ধার করে। স্থানীয় লোকজনের মধ্যে একরকম ভীতি কাজ করছিল। তবে পুলিশ মনে করছে, কেউ বোমাসদৃশ বস্তু রেখে এলাকার মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান বলেন, পুলিশ পাঠিয়ে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। সেটি পরীক্ষা–নিরীক্ষা করে জানা যাবে বস্তুটি বোমা না অন্য কিছু। পুলিশ ঘটনার তদন্ত করছে।