গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগের সাবেক নেতা নিহত

দুর্বৃত্তদের হামলায় নিহত ছাত্রলীগের সাবেক নেতা মঞ্জুরুল হাসান ওরফে লিখন (৩৮)
ছবি: সংগৃহীত

কথা–কাটাকাটির জের ধরে গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগের সাবেক এক নেতা নিহত হয়েছেন। নিহত ওই নেতার নাম মঞ্জুরুল হাসান ওরফে লিখন (৩৮)। গতকাল বুধবার রাত আটটার দিকে শহরের সার্কুলার রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মঞ্জুরুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

মঞ্জুরুল শহরের পশ্চিমপাড়া এলাকার মাহাবুবুর রহমানের ছেলে। তিনি গাইবান্ধা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে মঞ্জুরুল শহরের হকার্স মার্কেটের পাশে শরিফ মিয়ার দোকানে আম কিনতে যান। সেখানে আম কেনার সময় দরদাম নিয়ে শরিফের সঙ্গে মঞ্জুরুলের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন বিষয়টির সমঝোতাও করে দেন।

এরপর রাত আটটার দিকে মঞ্জুরুল ব্যক্তিগত প্রয়োজনে বিএনপি কার্যালয়ের সামনে যান। এ সময় শরিফ ও তাঁর চার থেকে পাঁচজন সহযোগী মিলে দেশীয় অস্ত্র নিয়ে মঞ্জুরুলের ওপর হামলা চালান। এতে মঞ্জুরুল গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রউফ বলেন, এ ঘটনায় থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টা পর্যন্ত মামলা দায়ের হয়নি। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের নাম–পরিচয় বলা যাচ্ছে না।