গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে ট্রাফিক সার্জেন্টের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট ফয়সাল মামুন (৩১) মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে শহরের ডিবি রোডের পুরোনো কারাগারের পাশে নির্মাণাধীন পুলিশ বক্স ভবনের পাশে এ দুর্ঘটনা ঘটে। ওই পুলিশ সার্জেন্ট সেখানে ঝুলে থাকা উচ্চ ভোল্টেজের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

নিহত ফয়সাল মামুনের বাড়ি দিনাজপুরের সদর উপজেলায়। তাঁর আড়াই মাসের একটি মেয়ে আছে। ফয়সাল মামুন ২০১৭ সালে সার্জেন্ট হিসেবে ট্রাফিক পুলিশে যোগ দেন।

ওই পুলিশ সার্জেন্ট নির্মাণাধীন ভবনের পাশে ঝুলে থাকা উচ্চ ভোল্টেজের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ খবরের সত্যতা নিশ্চিত করে জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) নূর আলম সিদ্দিক প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১২টার দিকে ফয়সাল মামুন ট্রাফিক পুলিশ বক্সের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় উঠে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় হঠাৎ ভবনের পাশে ঝুলে থাকা উচ্চ ভোল্টেজের তারে জড়িয়ে যান তিনি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাঁর লাশ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে তাঁর লাশ পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুরে গাইবান্ধা পুলিশ লাইনস মাঠে জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।