গাছের ডাল মাথায় পড়ে কাঠব্যবসায়ীর মৃত্যু

সুনামগঞ্জ জেলার মানচিত্র

সুনামগঞ্জ পৌর শহরের বড় পাড়া এলাকায় আজ সোমবার বিকেলে একটি গাছ কাটার সময় মাথায় গাছের ডাল পড়ে শওকত আলী (৪২) নামের এক কাঠব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি বদিপুর গ্রামের আবদুল বারিকের ছেলে।

মাইজবাড়ি গ্রামের বাসিন্দা আফজল নূর জানান, শওকত আলী কাঠের ব্যবসা করতেন। এ জন্য বিভিন্ন এলাকায় গাছ ক্রয় করতেন। সুনামগঞ্জ পৌর শহরের বড় পাড়া এলাকায় একটি গাছ ক্রয় করার পর সোমবার বিকেলে তিনি সেটি শ্রমিক দিয়ে কাটাচ্ছিলেন। এ সময় তিনি গাছের নিচে ছিলেন। শ্রমিকেরা গাছের ডাল কেটে ফেলার সময় একটি ডাল ছিটকে শওকত আলীর মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে জেলা সদর হাসপাতলে নেওয়ার পথে তিনি মারা যান।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হাসান বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে শওকত আলীর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।