গাজীপুরে আগুনে পুড়ে গেছে সাড়ে তিন শতাধিক বসতঘর

গাজীপুরের কোনাবাড়িতে গতকাল রোববার আগুনে পুড়ে গেছে সাড়ে তিন শতাধিক বসতঘর
ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে আটটি কলোনির সাড়ে তিন শতাধিক বসতঘর পুড়ে গেছে। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে কোনাবাড়ী এলাকার হুমায়ুন মিয়ার কলোনি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন পাশের কলোনিগুলোয় ছড়িয়ে পড়ে। এতে আট কলোনির সাড়ে তিন শতাধিক বসতঘর পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে রাত ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, কোনাবাড়ীর বাইমাইল এলাকার সফিকুল ইসলামের জমি ভাড়া নিয়ে পাশাপাশি কমপক্ষে ২০টি টিনশেড কলোনি তৈরি করেন কয়েকজন ব্যক্তি। সেখানে ছোট ছোট প্রায় ৬০০ কক্ষ আছে। রাত নয়টার দিকে হুমায়ুন কবিরের কলোনি থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের কলোনিগুলোয় ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন স্ট্যান্ডার্ড নিটওয়্যার কারখানা থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এর মধ্যে কাশিমপুর ডিবিএলের একটি, জয়দেবপুরের তিনটি ও কালিয়াকৈরে দুটি ইউনিট কাজ করেছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। কলোনির কক্ষগুলোয় নিম্ন আয়ের মানুষ বসবাস করতেন। তাঁদের সব আসবাবপত্র পুড়ে গেছে। তবে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।