গাজীপুরে ঈদের আগে বেতন না পেয়ে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর সিটির লক্ষীপুরা এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

গাজীপুরের একটি পোশাক কারখানায় ঈদের আগে বেতন-বোনাস না পেয়ে বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ করছেন কারখানার শ্রমিকেরা। আজ বুধবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকায় সড়ক অবরোধ করে দফায় দফায় এই বিক্ষোভ চলছে।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর-ঢাকা সড়কের গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকায় স্টাইল ক্রাফট লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকেরা কয়েক দিন ধরেই বেতন ও বোনাসের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ ‘দিই, দিচ্ছি’ বলে সময় ক্ষেপণ করে আসছে। কিছু কিছু শ্রমিকের বেতন-বোনাস দেওয়া হলেও বেশির ভাগ শ্রমিকের বেতন-বোনাস বাকি রয়েছে।

বেতন-বোনাস না পেয়ে গতকাল মঙ্গলবার সকালে তাঁরা কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। পরে কারখানা কর্তৃপক্ষ বেতন-বোনাসের আশ্বাস দিলে শ্রমিকেরা আন্দোলন বন্ধ করেন। সারা রাত শ্রমিকেরা কারখানার সামনে বসে থাকলেও শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া হয়নি। যার কারণে বুধবার সকাল থেকে আবার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে গাজীপুর-ঢাকা সড়কে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়। সড়ক থেকে সরে গেলেও শ্রমিকেরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

গাজীপুর সিটির লক্ষীপুরা এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

কারকানার শ্রমিক মোস্তাফিজুর রহমান বলেন, স্টাইল ক্রাফট কারখানায় প্রায় ৪ হাজার শ্রমিক কাজ করেন। এর মধ্যে কিছু শ্রমিককে তিন দিন আগে বোনাস দেওয়া হলেও বাকিরা এখনো বেতনই পাননি, বোনাস তো দূরের কথা। কেবল ৩০ শতাংশ শ্রমিকের বেতন দিয়েছে। কিন্তু বাকিরা আর বেতন পাননি। তাঁরা ঈদ করবেন কীভাবে? আজ বিকেলের মধ্যে বেতন-বোনাস দেওয়া না হলে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হবে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর বলেন, ‘শ্রমিকদের বেতনের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। কয়েকজন বায়ারকে খবর দিয়ে আনা হয়েছে। বায়ারদের কাছ থেকে টাকা নিয়ে মালিকপক্ষকে শ্রমিকদের বেতন পরিশোধ করতে বলা হয়েছে। আশা করছি বিকেলের মধ্যে শ্রমিকেরা বেতন পেয়ে যাবেন।’