গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ট্রেন
প্রতীকী ছবি

গাজীপুরের রাজেন্দ্রপুরে যাত্রীবাহী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন–সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা–ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। জয়দেবপুর জংশনের স্টেশনমাস্টার রেজাউল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। অনেকেই ট্রেন থেকে নেমে সড়কপথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ভাওয়াল এক্সপ্রেসের যাত্রীবাহী ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। সকাল সাড়ে ১০টার দিকে রাজেন্দ্রপুর স্টেশনের কাছে ট্রেনটি পৌঁছালে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা–ময়মনসিংহ রুটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

স্টেশনমাস্টার রেজাউল ইসলাম বলেন, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এনে লাইনচ্যুত হওয়া বগিটি উদ্ধার করা হবে। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের কিছুটা ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে।