গাজীপুরে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

হত্যা
প্রতীকী ছবি

গাজীপুর সদরের বানিয়ারচালা এলাকায় একটি বাসার সেপটিক ট্যাংক থেকে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার সকালে জয়দেবপুর থানার পুলিশ লাশটি উদ্ধার করে। শিশুটির নাম শান্ত। সে ময়মনসিংহের গফরগাঁও থানার উত্তর নয়নপাড়া এলাকার বাসিন্দা মো. সাদেক মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বানিয়ারচালা এলাকায় পরিবারসহ বাসা ভাড়া থেকে ফুচকা বিক্রি করতেন সাদেক মিয়া। গতকাল রোববার থেকে সাদেক মিয়ার ছেলে শান্তকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালে ওই এলাকার আফতাব উদ্দিন মুন্সির বাড়ির সেপটিক ট্যাংকে শান্তর মরদেহ দেখেন পরিবার ও এলাকার লোকজন। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কীভাবে শিশুটির মৃত্যু হলো, সে সম্পর্কে কেউ কিছু বলতে পারছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে

কীভাবে শিশুটির মৃত্যু হলো, সে সম্পর্কে কেউ কিছু বলতে পারছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ মিত্র জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে ওই সেপটিক ট্যাংকে কেউ ফেলে রেখেছে।