গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীসহ দুজন নিহত
গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে বাইমাইল এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার দেবিদ্বারের গুনাইঘর এলাকার আবদুল আজিজ (২৫) ও ময়মনসিংহের হালুয়াঘাটের চরবাঙালিয়া গ্রামের অপূর্ব নিখিল (২৯)। আজিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। দুজনই ঢাকার একটি এয়ার ট্রিপ ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার বলেন, মোটরসাইকেলের ওই দুই আরোহী গাজীপুর চৌরাস্তা থেকে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন।
তাপস কুমার বলেন, স্থানীয়দের কাছে থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতদের কাছে থাকা আইডি কার্ড থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
এসআই তাপস কুমার আরও বলেন, কোনো গাড়ি মোটরসাইকেলের দুই আরোহীকে চাপা দিয়েছিল কি না তা আশপাশের কেউ সুনির্দিষ্ট করে বলতে পারেননি। ধারণা করা হচ্ছে, তাঁরা বাইমাইল এলাকায় পৌঁছালে সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। ঘটনাস্থলেই দুজন মারা যান।