গুরুদাসপুরে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার সকালে নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) ফরহাদ হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

ফরহাদ হোসেন বলেন, মামলার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁরা সিরাজগঞ্জের র‍্যাব-১২–এর সহযোগিতায় আসামিকে গ্রেপ্তার করেছেন। আসামি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধোঁকা দেওয়ার জন্য মুঠোফোন ব্যবহার বন্ধ রেখেছিলেন। আত্মগোপনে গিয়ে আসামি নিজের নাম–পরিচয় পাল্টে সলঙ্গায় অবস্থান করছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি গুরুদাসপুর উপজেলার বাসিন্দা এবং পেশায় ইটভাটার শ্রমিক। এক সপ্তাহ আগেই তাঁর ছেলের বিয়ে হয়। গত সোমবার রাতে ওই ব্যক্তির পুত্রবধূ ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে তিনি কৌশলে ওই কক্ষে ঢুকে পুত্রবধূকে ধর্ষণ করেন। এ সময় ওই গৃহবধূর চিৎকারে পরিবারের লোকজন ছুটে এলে ওই ব্যক্তি পালিয়ে যান।

ঘটনার পরদিন গৃহবধূর মা বাদী হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মামলা করেন। পরে র‍্যাব মধ্যরাতে সিরাজগঞ্জ থেকে আসামিকে গ্রেপ্তার করে।

ফরহাদ হোসেন বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। আজ বিকেলে আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।