গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়ি আটক

আটক
প্রতীকী ছবি

জামালপুরের ইসলামপুর উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার পূর্ব বামনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

নিহত নারীর নাম মায়া মনি (২৮)। তিনি ওই গ্রামের আলাল উদ্দিনের (৩৬) স্ত্রী। আলাল উদ্দিন পেশায় মুদিদোকানি। পারিবারিক কলহের জের ধরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৪ বছর আগে আলাল উদ্দিনের সঙ্গে একই উপজেলার বেলগাছা গ্রামের ফজলুল করিমের মেয়ে মায়া মনির বিয়ে হয়। এ দম্পতির ১০ বছর বয়সী একটি ছেলে আছে। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ লেগে ছিল।

গতকাল সন্ধ্যায় তাঁদের মধ্যে ঝগড়া শুরু হলে একপর্যায়ে মায়া মনিকে মারধর করা হয়। এ সময় মায়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জামালপুরের সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া প্রথম আলোকে বলেন, নিহত নারীর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় স্বামী আলাল উদ্দিন ও শাশুড়ি অমলা বেগমকে (৫৫) আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।