গৃহহীনদের জন্য নির্মাণাধীন কয়েকটি ঘরের ৩৪টি খুঁটি ভাঙচুর

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন কয়েকটি ঘরের ৩৪টি খুঁটি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সাকরাল গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার রাতে স্থানীয় সোনাহার গ্রামের বাসিন্দা মো. সুমন কাজীসহ অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে বানারীপাড়া থানায় মামলা করেন চাখার ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. বাদশা মিয়া। তবে এ মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
আজ বুধবার সকালে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন কুমার সাহা বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। মামলার মূল আসামিসহ অপরাধীদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছে পুলিশ। অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় গত ২৩ জানুয়ারি দেশব্যাপী প্রথম ধাপে ভূমিহীন ও গৃহহীনদের প্রায় ৭০ হাজার ঘর উপহার দেওয়া হয়েছে। এর মধ্যে বরিশালের বানারীপাড়া উপজেলায় ২০০টি পরিবারের জন্য ২০০ ঘর বরাদ্দ দেওয়া হয়। উপজেলার চাখার ইউনিয়নের সাকরাল গ্রামে ২ একর জমির ওপর আশ্রয়ণ প্রকল্পের ৬৫টি ঘরের কাজও ওই দিন শুরু হয়।

১৪-১৫টি ঘরের ৩৪টি খুঁটি ভাঙচুর করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন।