গোপালগঞ্জে নিখোঁজের ১৫ ঘণ্টা পর নদী থেকে তরুণের লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

নিখোঁজের ১৫ ঘণ্টা পর মোরাদ শেখ (২০) নামের এক তরুণ ওয়ার্কশপশ্রমিকের লাশ উদ্ধার করেছে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও খুলনা ডুবুরি দল। আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মধুমতী নদীর উলপুর ব্রিজের নিচ থেকে ডুবুরি দল লাশটি উদ্ধার করে।

মোরাদ শেখ সদর উপজেলার গোবরা গ্রামের খোকা মিয়া শেখের ছেলে। তিনি উলপুর বাজারে রাসেল মোল্লার ওয়ার্কশপে কর্মচারী ছিলেন। রাসেল মোল্লা কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের বিদ্যাধার গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে।

জাহাঙ্গীর মোল্লার ভাষ্য, গতকাল শুক্রবার রাত পৌনে আটটার দিকে তাঁর ছেলে রাসেল মোল্লা, মোরাদ শেখ ও অন্য শ্রমিক ইয়ানুর একটি মোটরসাইকেলে করে উলপুর বাজার থেকে বিদ্যাধার গ্রামে যাচ্ছিলেন। উলপুর ব্রিজের ওপর পৌঁছালে মোটরসাইকেলে সমস্যা দেখা দেয়। তখন রাসেল ওই দুজনকে ব্রিজের ওপর রেখে উলপুর বাজারে যান মোটরসাইকেল ঠিক করতে। ওই সময় মোরাদ ব্রিজের রেলিংয়ের ওপর বসতে গিয়ে নিচে পড়ে পানিতে তলিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। তবে তাঁকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে খুলনা থেকে ডুবুরি দল গিয়ে সকাল ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ হোসেন বলেন, আজ সকালে তিন সদস্যের একটি ডুবুরি দল খুলনা থেকে এসে উদ্ধার অভিযান পরিচালনা করে। তারা মোরাদের লাশটি উদ্ধার করে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।