গোপালগঞ্জে মুখোশধারীদের গুলিতে ইউপি সদস্য নিহত

প্রতীকী ছবি

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর উত্তর পাড়া এলাকায় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শরীফ হামিদুর রহমান (৪৫) গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি গোপীনাথপুরই গ্রামের শরীফ আবদুল হকের ছেলে। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. হযরত আলী প্রথম আলোকে বলেন, ইউপি সদস্য হামিদুর রহমান রাত সাড়ে ৭টার দিকে গোপীনাথপুর বাসস্ট্যান্ড থেকে ব্যাটারিচালিত একটি ভ্যানে বাড়ি ফিরছিলেন। ভ্যানটিতে তিনি একাই ছিলেন। গোপীনাথপুর উচ্চবিদ্যালয়ের কাছে ভ্যানটি পৌঁছালে একটি মোটরসাইকেলে করে আসা মুখোশধারী দুজন লোক তাঁকে গুলি করে পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণ করেন।

নিহত হামিদুর রহমানের চাচাতো ভাই শরীফ আবদুল খবির প্রথম আলোকে বলেন, হামিদুল বাসস্ট্যান্ড থেকে সাগরের ভ্যানে করে এলাকায় ফিরছিলেন। স্কুলের সামনে এমন একটা ঘটনা ঘটে গেল! তিনি বলেন, এলাকায় বসবাস করতে হলে অনেকের সঙ্গে মনোমালিন্য হয়। কারও সঙ্গে এমন কোনো খারাপ ব্যবহার হামিদুর করেননি যে তাঁকে হত্যা করবে। এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে, তাদের খুঁজে বের করে সঠিক বিচার করা হোক।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. হযরত আলী বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।